গরমে মেকআপ ঠিক রাখতে বরফের গুরুত্ব অপরিসীম। কিন্তু কীভাবে ব্য়বহার করবেন না তা জানেন না অনেকেই।

তীব্র গরমে সহজেই মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তবে একটুকরো বরফেই এই সমস্য়ার সমাধান হতে পারে।

মেকআপ শুরুর আগে মুখটা ভাল করে ধুয়ে নিন।

এরপর মেকআপ করার আগে বরফ মুখে ঘষে নিতে হতে হবে।

তবে শুকনো কাপড়ে করে বরফ ব্য়বহার করলে ভাল হয়।

গরম থেকে বাড়ি ফিরে কিছু ক্ষণ পর ত্বকের প্রদাহও কমাতেও বরফ ব্যবহার করতে পারেন।

কোনও মতেই বেশি ক্ষণ এক জায়গায় বরফ চেপে ধরে রাখবেন না যেন।

বরফ দেওয়া মানেই ঘষা নয়, আলতো হাতে ত্বকে বুলিয়ে নিন।

বরফ দিলে ত্বক টানতে থাকে। তাই সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার মাখিয়ে নিতে ভুলবেন না।