রোজমেরি আসলে একটি হার্বস অর্থাৎ ভেষজ উপকারি। একাধিক গুণ রয়েছে এই উপকরণের। স্বাস্থ্যের পক্ষেও এই ভেষজ খুবই ভাল।

রোজমেরি অয়েলের মধ্যে রয়েছে দারুণ সুগন্ধ। এছাড়াও রয়েছে বিভিন্ন থেরাপটিক উপকরণ।

স্ট্রেস কমাতে সাহায্য করে রোজমেরি অয়েল। অর্থাৎ এই এসেনসিয়াল অয়েল একটি স্ট্রেস রিলিভার উপকরণ।

অ্যারোমাথেরাপির ক্ষেত্রে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমাতে রোজমেরি অয়েল ব্যবহার করা হয়।

মনকে শান্ত রাখার জন্য ঘরে থাকা ডিফিউজারে ব্যবহার করতে পারেন রোজমেরি অয়েল। মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে।

রোজমেরি হেয়ার অয়েল চুল এবং স্ক্যাল্পে ম্যাসাজ করতে নতুন চুল গজাতে পারে। হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত করে দেয় এই রোজমেরি অয়েল।

আর্থ্রারাইটিস, মাসল বা পেশীতে টান কিংবা মাথার যন্ত্রণা- এইসব ব্যথা বেদনায় আরাম দেয় রোজমেরি অয়েল।

শরীরের যে অংশে ব্যথা হচ্ছে সেখানে একটু মালিশ করে দেখতে পারেন রোজমেরি অয়েল। উপকার পাবেন।

রোজমেরি অয়েলে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপকরণ যা ত্বকের খেয়াল রাখে। স্কিন ইনফ্লেমেশন, ইনফেকশন দূর করতে সাহায্য করে।

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে রোজমেরি অয়েল ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করে। ত্বকের ভিতর থেকে নোংরা বের করে আনে এই রোজমেরি অয়েল এবং বজায় রাখে ত্বকের উজ্জ্বলতা।