বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেবল নয় কৈশোরেই অনেকের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে চুলের এই অকালপক্কতা হতে পারে কোনো রোগের লক্ষণ অনেক প্রাকৃতিক টোটকাও রয়েছে যেগুলো চুল পাকার সমস্যা থেকে রেহাই দিতে পারে মূলত জিনগত কারণ, ভিটামিনের অভাব, অক্সিডেটিভ স্ট্রেসের মতো কারণে অকালেই পেকে যাচ্ছে চুল অনেকেই অকালে চুল পাকা থেকে রেহাই পেতে হেয়ার স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করেন কাঁচা আমলকি চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমলকির তেল বানিয়ে মাথায় মাখলে উপকার পাবেন আমন্ড বাটাও মাথায় মাখতে পারেন এই প্রাকৃতিক টোটকা গুলি ব্যবহার করলেই ফল পেতে শুরু করবেন দ্রুত