নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল ঔষধিগুণে ভরপুর। নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত মজবুত হয়। নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করলে মুখের মধ্যে যে জীবাণু জন্মায় তা মূল থেকে নির্মূল হয়। বিশেষজ্ঞরা বলছেন, নিম ব্রাশ করলে মুখে প্লাক তৈরি হয় না। যার ফলে মুখ গন্ধ হয় না। মাড়ি থেকে রক্ত পড়া, ব্যথা এবং ফোলা সমস্যা থেকে মুক্তি পেতে নিমে ভরসা রাখেন অনেকেই। দাঁতের পাশাপাশি, ত্বকের সমস্য়ার চটজলদি সমাধান হয় নিমে। নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে ত্বকের খোসপাঁচড়া নিরাময় হয়। মাথার ত্বকে অনেক সময়ই চুলকানি ভাব হয়, নিমপাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।