শীত আসলে অনেকের চুলে খুশকির সমস্যা শুরু হয় এমন পরিস্থিতিতে শুধু চুলের ঔজ্জ্বল্যই হারায় না চুল পড়াও বেড়ে যায় আমরা যেটিকে খুশকি বলি সেটি আসলে আমাদের ত্বকের মৃত কোষ ত্বকে জমে থাকা অতিরিক্ত ময়লা ও তেল চিটচিটে ভাবের কারণে দেখা দেয় খুশকির সমস্যা খুশকির সমস্যা হলে লেবুর রস ব্যবহার করে পেতে পারেন সমাধান মাথা সামান্য ভিজিয়ে নিয়ে বেকিং সোডা পুরো মাথায় ভালো করে ব্যবহার করে ধুয়ে ফেলুন পেঁয়াজের রস খুশকি সমাধানেও অনেক কার্যকর এক ঘণ্টা রেখে ধুয়ে ফেললেই মিলবে সমাধান কর্পূর, নারিকেল তেল, অ্যালোভেরাও খুশকি সমাধানে দারুণ উপকারী