গোয়েন্দা গল্পের নায়িকা তনুশ্রী চক্রবর্তী। ড্যানি ডিটেকটিভ সিরিজের পরে এবার বড়পর্দাতেও গোয়েন্দার ভূমিকায় সুপ্রভাত দাস বড়পর্দায় আসছে অঞ্জন দত্তের নতুন সিনেমা রিভলবার রহস্য ছবিতে সুদীপা বসু, তানিকা বসু, চন্দন সেন, ও ছন্দক চৌধুরী ছবির সুরের দায়িত্ব সামলেছেন নীল দত্ত, চিত্রনাট্য ও পরিচালনায় অঞ্জন দত্ত। ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন সুজয় নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রানা গুহ। এখনও ছবির মুক্তির দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার, সেখানে শোনা গিয়েছে এক অন্যধারার গোয়ন্দা গল্প। কেবল গোয়েন্দা নয়, এই গল্পে রয়েছে প্রেমের ছোঁয়াও।