আজকের দিন অর্থাৎ ৫ জানুয়ারি, ১৯৮৬ সালে ডেনমার্কে জন্ম হয় দীপিকা পাড়ুকোনের। বাবা প্রকাশ পাড়ুকোন নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড়, দীপিকার পরিবারের বাকিরাও যুক্ত খেলার সঙ্গে। দীপিকাও ছোটবেলা থেকে ধ্যানজ্ঞান করেছিলেন ব্যাডমিন্টনকেই, পাশাপাশি চলত পড়াশোনা। বন্ধুদের সঙ্গে মিশতে পারতেন না তেমন, তাই দীপিকার বন্ধু সংখ্যাও ছিল সীমিত কিন্তু একটু বড় হওয়ার পরে দীপিকা বুঝতে পারেন, তাঁর লক্ষ্য বোধহয় সাদা কালো ব্যাডমিন্টন ব়্যাকেটে বাঁধা নয় রঙিন জগত হাতছানি দেয় তাঁকে, দশম শ্রেণী থেকেই পাকাপাকিভাবে মডেলিং শুরু করেন দীপিকা। শুধু ব্যাডমিন্টন নয়, দীপিকা বেসবলও খেলতে পারতেন। স্কুলে পুরস্কারও জিতেছেন একাধিক। ২০০৫ সালে ল্যাকমে ফ্যাশন উইকে ডেবিউ করেন দীপিকা। নজর কাড়েন বছরের সেরা মডেল হিসেবে একটি মিউজিক ভিডিও থেকে ফারহা খানের নজর কাড়েন তিনি, সুযোগ পান ওম শান্তি ওম-এ