আজ জন্মদিন বলিউড অভিনেতা উদয় চোপড়ার। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলি

ছবির জগতের সঙ্গে জড়িয়ে থাকার পরও অভিনয় কেরিয়ার সেভাবে সফল হল না উদয় চোপড়ার

ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থেকেই বলিউডে জার্নি শুরু করেছিলেন উদয় চোপড়া

'লমহে', 'পরম্পরা', 'ডর', 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে', ও আরও ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি

'ইয়ে দিল্লাগি', 'মুঝসে দোস্তি করোগি'র মতো ছবি প্রযোজনাও করেছেন। তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয় 'মহব্বতে' ছবি দিয়ে

বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির সঙ্গে সম্পর্কের কথা শোনা যায় উদয় চোপড়ার

সম্পর্ক ভাঙার পরও উদয় চোপড়া এবং নার্গিস ফকরির মধ্যে কোনও তিক্ততা দেখা দেয়নি

হলিউড ছবিও প্রযোজনা করেছেন উদয় চোপড়া। 'গ্রেস অফ মোনাকো', 'দ্য লঙ্গেস্ট উইক'-এর মতো ছবি প্রযোজনা করেছেন

নিজেরও ব্যবসা রয়েছে উদয় চোপড়ার। তাঁর ব্যবসায়িক সংস্থার নাম 'ইওমিক্স'। যেখান থেকে কমিকের বই প্রকাশিত হয় এবং তা থেকে ছবিও তৈরি হয়

'মহব্বতে' ছবির জন্য প্রশংসিত হন উদয় চোপড়া। তাঁর কেরিয়ারের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত ছবি 'ধুম'

Thanks for Reading. UP NEXT

সৈকতে শাহিদ-মীরা

View next story