প্রথম ছবিতেই সাড়া জাগানো সাফল্য একাধিক মিউজিক ভিডিও, সিরিয়ালেও কাজ দীর্ঘ সময় চুটিয়ে মডেলিংও করেছেন কিন্তু দীর্ঘ সময় ধরে অন্তরালে মালিনী শর্মা 'রাজ' ছবিতে নায়কের জীবনের দ্বিতীয় নারীর চরিত্রে শরীরে আবেদন, অভিনয়ে সাড়া ফেলেন কিন্তু বহু কাল আর জনসমক্ষে আসেন না তিনি প্রথম ছবির দৌলতে আজও পরিচিতি তাঁর কিন্তু মালিনীর কোনও খবর নেই কারও কাছে প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঢের আগেই