Image Source: PIXABAY

লিপ বাম। শীতকালে ঠোঁটের যত্নের জন্য আবশ্যক উপকরণ ও বিশ্বস্ত সঙ্গী।

তবে শীতকাল মানেই রুক্ষ্ম, ফেটে যাওয়া ঠোঁটের সমস্যা। কম-বেশি প্রত্যেকেই এই ভোগান্তির শিকার। কী করবেন?

লিপ বাম ব্যবহার করতেই হবে, তবে যে কোনও লিপ বাম হলে চলবে না। হাইড্রেটিং লিপ বাম, সঙ্গে এসপিএফ থাকা জরুরি।

নারকেল তেলের ব্যবহারে অতি অবশ্যই জোর দিন। এটি আপনার ঠোঁটে একটি আস্তরণ তৈরি করে আর্দ্রতা উড়ে যেতে বাধা দেয়।

পেট্রোলিয়াম জেলি। অবশ্য়ই ব্যবহার করুন। এতে ঠোঁট নরম হয়। হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে।

মধু ও চিনি দিয়ে তৈরি স্ক্রাব। নিয়মিত ব্যবহার করলে ফাঁটা ঠোঁটের এক্সফোলিয়েশন হয়।

ঠোঁটের নরম ভাবও ফিরিয়ে আনতে সাহায্য করে এটি।

কথায় কথায় জিব দিয়ে ঠোঁট চাটবেন না। যদি খসখসে ভাব অনুভব করেন, তা হলে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। না হলে হিতে বিপরীত হতে পারে।

শীতে ঠোঁটের সমস্যা কম-বেশি সকলকেই ভোগান্তির মধ্যে ফেলে।

তবে বাড়াবাড়ি হলে অবশ্যই ডাক্তারের কাছে যান।