KYC আপডেট না করলে বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট ! অতীতে বার বার এই কথা বলেছে স্টেট ব্যাঙ্ক।

কথা না শোনায় এবার বহু গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দিল স্টেট ব্যাঙ্ক। জেনে নিন, কী উপায়ে ফের চালু করতে পারবেন অ্যাকাউন্ট।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার তথ্য শেয়ার করেছেন অনেক গ্রাহক। অনেকেই অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন।

আপনার অ্যাকাউন্টও যদি KYC-এর কারণে ফ্রিজ হয়ে থাকে, তাহলে আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে এটি আনফ্রিজ করতে পারবেন।

জুলাইয়ে দেশের ব্যাঙ্কিং খাতে অনেক ধরনের নিয়মে পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে KYC আপডেটের বিষয়ে।

আগেই ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের KYC আপডেটের বিষয়ে নির্দেশ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই অনুযায়ী, KYC আপডেট না করায় বহু গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কোম্পানি।

মূলত, ব্যাঙ্কিং ব্যবস্থায় প্রতারণার ঘটনা রুখতেই এই ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম অনুসারে, প্রতি ১০ বছরে তার অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট করতে হবে গ্রাহককে।

কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাকে আপনার প্যান, আধার কার্ডের একটি ফটোকপি জমা দিতে হবে। এর সঙ্গে আপনাকে ব্যাঙ্কে গিয়ে একটি কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে।

এর পরে এই ফর্মটি পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিতে হবে। তাহলেই আপনার KYC প্রক্রিয়া সম্পন্ন হবে।