মানুষকে হাসালেও, আরশাদ ওয়ার্সির ছোটবেলা কেটেছে নানা ওঠাপড়ায়, যা চোখে জল আনবে অনুরাগীদের জানা যায়, মাত্র ৮ বছর বয়স থেকেই বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করতেন আরশাদ ওয়ার্সি তাঁর ছুটির দিন বহু সময়ই তাঁর বাবা-মা ভুলে যেতেন, তাই অন্যান্যরা বাড়ি গেলেও তাঁকে বহু সময় স্কুলেই কাটাতে হত অনেক সময় নিজেই নিজেকে চিঠি লিখতেন, আর বন্ধুদের বলতেন সেই চিঠি তাঁকে পোস্ট করে দেওয়ার জন্য স্বচ্ছল পরিবারের সন্তান ছিলেন, কিন্তু ১৪ বছর বয়সেই তাঁর জীবন সম্পূর্ণ বদলে যায়। তাঁর বাবা-মায়ের মৃত্যুর পর বাংলো ছেড়ে এক কামরার বাড়িতে এসে উঠতে হয়, ক্লাস টেন পর্যন্ত পড়ার পর তাও ছেড়ে দিতে হয় দরজায় দরজায় ঘুরে প্রসাধনী দ্রব্য বিক্রি করতেন, তারপর কাজ শুরু করেন একটি ফোটো ল্যাবে সুযোগ পান মহেশ ভট্টর সহকারী হিসেবে কাজ করার, 'কাশ' এ 'ঠিকানা' নামের দুটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন অভিনেত্রী জয়া বচ্চনের হাত ধরে বলিউডে পা রাখেন, তার জন্য তিনি সবসময় জয়া বচ্চনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি জানান, জয়া বচ্চনই প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন, দুঃখ ঢাকার জন্য তাঁর কমেডিকে ব্যবহার করার জন্য