২৯শে মার্চ শনি পা রাখবে মীন রাশিতে। ৩০ বছর পর এই রাশিতে যাবে শনি।



শনির গোচর বা রাশি পরিবর্তন হওয়া মানেই কারও নতুন করে সাড়ে সাতি শুরু , তো কারও মুক্তি।



শনির ধইয়া থেকেও মুক্তি পাবে দুই রাশি । আর তারপরই দুরন্ত উন্নতি।



কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের উপর শনির ধইয়া চলছে।



২০২৫ সালে, মীন রাশিতে শনির গোচরের সঙ্গে সঙ্গে , এই দুটি রাশিই শনির ধইয়া থেকে মুক্তি পাবে



শনির ধইয়া সিংহ এবং ধনু রাশিতে শুরু হবে।



মকর, কুম্ভ এবং মীন রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতি চলছে।



২০২৫ সালে, মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শেষ হবে



কুম্ভ রাশিতে সাড়ে সাতির শেষ পর্যায় শুরু হবে।