৭০ কিমি রেঞ্জ, মাত্র ৩৬ হাজারেই পাবেন এই দুরন্ত ই-স্কুটার

Published by: ABP Ananda
Image Source: Komaki Electric

ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে ভারতে।



কম পয়সায় ভাল ই-স্কুটারের অন্যতম অপশন দিচ্ছে কোমাকি।



কোমাকি ইলেকট্রিকের এই মডেলটি দারুণ সুযোগ দিচ্ছে।



মডেলের নাম কোমাকি এক্স ওয়ান প্রাইম, এর দাম শুরু হচ্ছে ৩৬ হাজার টাকা থেকে।



মাত্র ৫ ঘণ্টার মধ্যেই এই কোমাকি স্কুটারে চার্জ করে নেওয়া যায়।



সারা দেশে কোমাকির ৫০০টি স্টোরে এই স্কুটার উপলব্ধ রয়েছে।



এর টপ এন্ড মডেলের দাম ৫০ হাজার টাকা, রেঞ্জ ৭০ কিমি পর্যন্ত।



তবে এই স্কুটারে সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ ওঠে।

Image Source: Komaki Electric