দাম কমল হিরোর এই ই-স্কুটারের, এক চার্জেই ছুটবে ৯৪ কিমি

Published by: ABP Ananda
Image Source: Vida World

হিরোর এই ই-স্কুটার এখন অনেক সস্তায় পাবেন আপনি।



এক ধাক্কায় ১৫ হাজার টাকা দাম কমে গিয়েছে।



হিরো ভিডা ২ লাইট স্কুটারের দাম ১১ হাজার টাকা কমে হয়েছে ৭৪ হাজার টাকা।



আর হিরোর ভি২ প্লাস মডেলের দাম ১৫ হাজার টাকা কমেছে।



এখন বাজারে হিরো ভি২ প্রো স্কুটারের দাম ৪৭০০ টাকা বেড়ে গিয়েছে যদিও।



ভি২ লাইট স্কুটারে ২.২ কিলোওয়াটের ব্যাটারিতে রেঞ্জ মেলে ৯৪ কিমি।



এই স্কুটারে সর্বোচ্চ গতি ওঠে ৬৯ কিমি প্রতি ঘণ্টায়।



৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন রয়েছে এতে।



হিরো ভি২ স্কুটারের অন রোড দাম রয়েছে ৭৯ হাজার টাকা।
ম্যাট নেক্সাস ব্লু, গ্রে, স্পোর্টস রেড ইত্যাদি রঙের ভ্যারিয়ান্ট পাবেন এই স্কুটারে।