ফ্রিজ খুলতেই দুর্গন্ধে গুলিয়ে উঠছে গা ? বুঝতেই পারছেন না কী করবেন?



ফ্রিজে মাছ রাখলে অনেক সময় আঁশ গন্ধে ভরে যায়। দুর্গন্ধ দূর করতে কয়েকটা টোটকার সাহায্য নিতে পারেন।



ফ্রিজে লেবু কেটে রেখে দিতে পারেন। দুর্গন্ধ দূর হবে।



ফ্রিজে রাখা ডিম পচে গেলেও দুর্গন্ধে টেকা দেয়। সেই গন্ধও দূর করা যায়।



একটি গ্লাসে বেকিং সোডা নিয়ে ফ্রিজের এক কোণায় রেখে দিন।



ফ্রিজে একবাটি ভিনিগারও রেখে দিতে পারেন। কাজে আসবে।



ফ্রিজে গন্ধরাজ লেবু কেটে রেখে দিতে পারেন। সব উগ্র গন্ধ দূর হবে।



ফ্রিজে কমলা লেবু কেটে রাখতে পারেন। তাতেও কাজ দেবে।



ফ্রিজে কফি বিনস রাখলেও দুর্গন্ধ দূর হবে।