ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কলার জুড়ি নেই। কলা ও মধুর মিশ্রণ ত্বকের জন্য ভাল। কলা খাওয়ার যেমন হরেক উপকারিতা, তেমন লাভ কলা রূপচর্চায় ব্যবহার করলেও। মধু , লেবুর রস ও কলা চটকে পেস্ট করে ত্বকের কালো ছাপের উপর লাগালে উপকার পাবেন। বলিরেখা দূর করতেও কলা খুব উপকারী। কলার পেস্ট, টকদই এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। অয়েলি স্কিন নিয়ে জেরবার ? কলা দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। কলা, মধু ও লেবুর রস দিয়ে তৈরি মুখের প্যাক রূপচর্চার জন্য খুব প্রয়োজন। ব্রণর সমস্যা ? কলার খোসার ভিতরের অংশটি ঘষলে জ্বালাভাব কমবে। দাঁতের হলুদ ভাব কাটাতেও কলার খোসা দারুণ উপকারী। চোখের নিচে কালি ? কলার খোসা টুকরো করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর চোখের উপর রাখুন। চালগুঁড়ো, হলুদ, মধু ও কলা দিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এই প্যাক ত্বককে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।