ইদানিং ক্রমশ প্রয়োজনীয় হয়ে পড়ছে স্বাস্থ্যবিমা। এখন প্রায় সকলেই পরিবারের জন্য সাধ্যমত স্বাস্থ্যবিমা করিয়ে রাখতে চান
আপৎকালীন সময়ে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পেতে এবং তৎক্ষণাৎ টাকা জোগাড়ের সমস্যা এড়াতে পারে এই বিমার কভার।
কিন্তু স্বাস্থ্যবিমার ক্লেম বা দাবি খারিজ হয়ে যাওয়ার বহু ঘটনাও ঘটে। সেটা যথেষ্ট চিন্তার। তার জন্য কয়েকটি দিকে আগেই নজর দেওয়া প্রয়োজন
বিমা কেনার আগে থেকেই কোনও রোগ থেকে থাকলে তা লুকনো উচিত নয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাইডেন্স নেওয়া উচিত।
যদি বিমা সংস্থা মনে করে বিমাকৃত ব্যক্তি তাঁর স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য লুকিয়ে বিমার কভার নিয়েছেন। তাহলে খারিজ হতে পারে
স্বাস্থ্যবিমা সব কভার করে না। বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ খরচ দেয় অথবা কোনও খরচই দেয় না এমনটাও হয়। সেই শর্ত আগে থেকে স্পষ্ট জেনে নিতে হবে।
নথিগত সমস্যা, অপর্যাপ্ত নথি, ফর্মে ভুল থাকলে তা বিমার দাবি খারিজ করাতে পারে।
বিমার প্রিমিয়াম ঠিক সময়ে না দিলে স্বাস্থ্যবিমা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে আবার নতুন করে শুরু করতে হয়।
স্বাস্থ্যবিমার ক্ষেত্রে বিমার কভারেজের জন্য আবেদন করার নির্দিষ্ট সময় থাকে, তার মধ্য যাবতীয় নথি দিয়ে প্রক্রিয়া শুরু করতে হয়। সেই সময় পেরিয়ে গেলে আবেদন করা যায় না।
বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।