বাড়ি কেনার কথা ভাবছেন? না কি ফ্ল্যাট কিনবেন? পছন্দ হলেও ভাবছেন টাকা নিয়ে?
ABP Ananda

বাড়ি কেনার কথা ভাবছেন? না কি ফ্ল্যাট কিনবেন? পছন্দ হলেও ভাবছেন টাকা নিয়ে?



অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে দ্বারস্থ হতে হয় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের, ঋণের জন্য।
ABP Ananda

অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে দ্বারস্থ হতে হয় ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের, ঋণের জন্য।



হোম লোন বা বাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার আগে কয়েকটি বিষয় ভাল করে খোঁজ করে নিতে হয়
ABP Ananda

হোম লোন বা বাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার আগে কয়েকটি বিষয় ভাল করে খোঁজ করে নিতে হয়



দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এটি, ঋণ পরিশোধও দীর্ঘমেয়াদি। ফলে ভবিষ্যতে যাতে সমস্যা না হয় সেটা মাথায় রাখা প্রয়োজন।
ABP Ananda

দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এটি, ঋণ পরিশোধও দীর্ঘমেয়াদি। ফলে ভবিষ্যতে যাতে সমস্যা না হয় সেটা মাথায় রাখা প্রয়োজন।



ABP Ananda

প্রথমেই বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুল্যমূল্য বিচার করুন। সুদের হারে সামান্য পার্থক্য অনেক টাকার এদিক ওদিক হয়ে যায়।



ABP Ananda

কত বছরের জন্য় ঋণ নিচ্ছেন তা দেখে নিন। অনেক সময় মেয়াদকালের উপরেও সুদের হার নির্ভর করতেও পারে।



ABP Ananda

ঋণ নিতে গেলে প্রসেসিং ফি লাগে। সেটাও হিসেবে রাখতে হবে। ব্যাঙ্ক অনুযায়ী তারতম্য হয়ে থাকে।



ABP Ananda

অনেক ক্ষেত্রেই হিডন কস্ট বা লুকনো খরচ থাকে। সেটা খেয়াল রাখুন, প্রয়োজনে বারবার ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলুন



ABP Ananda

ঋণের সব শর্ত আগে থেকে পড়তেই হবে। কখনও ইএমআই দিতে না পারলে ব্য়াঙ্ক কী করতে পারবেন সেটা আগে থেকে জেনে নিন



ABP Ananda

EMI মাসের কোন সময়ে কাটলে আপনার সুবিধা হবে সেটা দেখে নেবেন। আগে ঋণ মেটালে কোনও পেনাল্টি আছে কিনা সেটাও দেখে নেবেন।