বিনিয়োগের জন্য় অনেকেরই পছন্দ মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদ ও স্বল্পমেয়াদ দুই কারণেই এখানে বিনিয়োগ হয়।



গত কয়েক বছরে বাজারের উত্থান বেশ ভাল হয়েছে, তার প্রভাবে লাভ হয়েছে আপনার মিউচুয়াল ফান্ডে?



পছন্দমতো কোনও কিছু কিনতে অনেকেই মিউচুয়াল ফান্ড ভাঙেন। কাজে লাগান লাভের টাকা



এই কাজটি করার আগে বিনিয়োগকারীদের বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো কী কী?



ফান্ড ভাঙালে ধাক্কা খায় রিটার্ন। তাই প্রয়োজন ও গুরুত্ব বুঝে ভাল রিটার্ন দেওয়া ফান্ডে হাত দিলে ভাল।



ইকুইটি মিউচুয়াল ফান্ড ভাঙালে লাভের উপর কর দিতে হয়। তাই এই করের হিসেব আগে থেকে করে নিতে হবে।



দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকলে স্বল্প মেয়াদে ফান্ড ভাঙান উচিত নয়। উল্টোদিকে স্বল্পমেয়াদের পরিকল্পনা থাকলে নির্দিষ্ট লাভ হলেই তুলে নেওয়া উচিত।



অনেক মিউচুয়াল ফান্ডে ১ বছরের মধ্যে ভাঙালে এক্সিট লোড থাকে, সেটাও আগে খেয়াল রাখতে হবে। করের তারতম্যও থাকে।



কোনও একটি জায়গায় বিনিয়োগ করা উচিত নয়। মিউচুয়াল ফান্ড ভাঙালে অন্য আপৎকালীন ফান্ড আছে তো? দেখে নিতে হবে একবার।



বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কেবল শিক্ষার উদ্দেশ্যে এই খবর দেওয়া হয়



Thanks for Reading. UP NEXT

নিশ্চিন্ত রিটার্নের সঙ্গেই করছাড়ের সুবিধা, এখানে টাকা রাখছেন আপনি?

View next story