বিনিয়োগের জন্য় অনেকেরই পছন্দ মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদ ও স্বল্পমেয়াদ দুই কারণেই এখানে বিনিয়োগ হয়।
ABP Ananda

বিনিয়োগের জন্য় অনেকেরই পছন্দ মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদ ও স্বল্পমেয়াদ দুই কারণেই এখানে বিনিয়োগ হয়।



গত কয়েক বছরে বাজারের উত্থান বেশ ভাল হয়েছে, তার প্রভাবে লাভ হয়েছে আপনার মিউচুয়াল ফান্ডে?
ABP Ananda

গত কয়েক বছরে বাজারের উত্থান বেশ ভাল হয়েছে, তার প্রভাবে লাভ হয়েছে আপনার মিউচুয়াল ফান্ডে?



পছন্দমতো কোনও কিছু কিনতে অনেকেই মিউচুয়াল ফান্ড ভাঙেন। কাজে লাগান লাভের টাকা
ABP Ananda

পছন্দমতো কোনও কিছু কিনতে অনেকেই মিউচুয়াল ফান্ড ভাঙেন। কাজে লাগান লাভের টাকা



এই কাজটি করার আগে বিনিয়োগকারীদের বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো কী কী?
ABP Ananda

এই কাজটি করার আগে বিনিয়োগকারীদের বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো কী কী?



ABP Ananda

ফান্ড ভাঙালে ধাক্কা খায় রিটার্ন। তাই প্রয়োজন ও গুরুত্ব বুঝে ভাল রিটার্ন দেওয়া ফান্ডে হাত দিলে ভাল।



ABP Ananda

ইকুইটি মিউচুয়াল ফান্ড ভাঙালে লাভের উপর কর দিতে হয়। তাই এই করের হিসেব আগে থেকে করে নিতে হবে।



ABP Ananda

দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকলে স্বল্প মেয়াদে ফান্ড ভাঙান উচিত নয়। উল্টোদিকে স্বল্পমেয়াদের পরিকল্পনা থাকলে নির্দিষ্ট লাভ হলেই তুলে নেওয়া উচিত।



ABP Ananda

অনেক মিউচুয়াল ফান্ডে ১ বছরের মধ্যে ভাঙালে এক্সিট লোড থাকে, সেটাও আগে খেয়াল রাখতে হবে। করের তারতম্যও থাকে।



ABP Ananda

কোনও একটি জায়গায় বিনিয়োগ করা উচিত নয়। মিউচুয়াল ফান্ড ভাঙালে অন্য আপৎকালীন ফান্ড আছে তো? দেখে নিতে হবে একবার।



ABP Ananda

বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কেবল শিক্ষার উদ্দেশ্যে এই খবর দেওয়া হয়