আম-আদমির নিরাপদ সঞ্চয়ের অন্যতম জায়গা পাবলিক প্রভিডেন্ট ফান্ড।



এক ব্যক্তি তাঁর জন্য একটিই PPF অ্যাকাউন্ট করে সেখানে টাকা জমাতে পারেন।



সঞ্চয়ের মাধ্যমে স্থায়ী আমানত তৈরি এবং ভবিষ্যতের রোজগারের ভিত্তি হিসেবে PPF অনেকেরই ভরসা



কোনও বিনিয়োগকারী তাঁর পিপিএফ অ্যাকাউন্টে একটানা ১৫ বছর ধরে টাকা জমাতে পারেন।



১৫ বছর পরে অ্য়াকাউন্ট বন্ধের আবেদন করে পাসবুক জমা দিয়ে টাকা তুলতে পারেন



তবে এই সঞ্চয়ের মেয়াদ বৃদ্ধির সুযোগও রয়েছে। ১৫ বছর পরেও আবেদন করে এই অ্যাকাউন্টে জমিয়ে যাওয়া যায়।



বছরের মাত্র ৫০০ টাকা থেকে সঞ্চয় শুরু করতে পারেন। পিপিএফ অ্যাকাউন্টে বছরে সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত জমানো যায়।



PPF এমন একটি সঞ্চয় প্রকল্প, যা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে করছাড়ও দিতে পারে। এই কারণেই এটি অন্য়তম লোভনীয় বিনিয়োগের জায়গা।



যে কোনও ভারতীয় নাগরিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নাবালকের ক্ষেত্রে প্রয়োজন তাঁর অভিভাবকের উপস্থিতি।



এখন পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ। ত্রৈমাসিকের ভিত্তিতে পরিবর্তিত হয়। মেয়াদের আগে টাকা তুলতে গেলে, এক অর্থবর্ষে একবার টাকা তোলা যায়, অ্য়াকাউন্ট তৈরির বছর বাদ দিয়ে পাঁচ বছর পরে।



Thanks for Reading. UP NEXT

আপনার ঘরে ভুয়ো আধার দিয়ে ঢুকে নেই তো কেউ, কীভাবে বুঝবেন ?

View next story