গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট চেক করেন ? অসাবধান হলেই এই বিপদ

Published by: ABP Ananda
Image Source: PTI

প্রতিটা গ্যাস সিলিন্ডারেরই আলাদা আলাদা এক্সপায়ারি ডেট থাকে।



এই দিনের পরে সিলিন্ডার ব্যবহারে বড় বিপদ হতে পারে।



এতে সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ এবং বিস্ফোরণের মত ঘটনা ঘটতে পারে।



গ্যাস সিলিন্ডারের মেয়াদ ফুরিয়েছে কিনা কীভাবে বুঝবেন ?



প্রতিটি সিলিন্ডারের গায়ে এর মেয়াদ সম্পর্কিত একটি কোড লেখা থাকে।



সাধারণত সিলিন্ডারের গায়ে A-25 বা B-26 এরকম একটি অক্ষর ও দুটি সংখ্যা থাকে।



এই অক্ষরগুলি প্রতি তিন মাসের জন্য। আর পরের দুটি সংখ্যা বছর নির্দেশ করে।



ধরে নেওয়া যাক কোনও একটি সিলিন্ডারের গায়ে B-28 লেখা আছে।



এর মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল-জুন পর্যন্ত।