ভারতীয় রেল ১ জুলাই থেকে এসি ও নন-এসি মেল ও এক্সপ্রেস পরিষেবা সহ বিভিন্ন শ্রেণির দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধি করতে পারে।



তবে, শহরতলির ট্রেনের ভাড়া ও মাসিক সিজন টিকিটের দাম অপরিবর্তিত থাকবে। এই রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।



এই বিষয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন এক রেলের আধিকারিক।



প্রস্তাব অনুসারে, ৫০০ কিলোমিটার পর্যন্ত জেনারেল সেকেন্ড ক্লাস যাত্রীদের জন্য কোনও ভাড়া বৃদ্ধি করা হবে না।



এর বাইরে দূরত্বের জন্য সেকেন্ড ক্লাসদের জন্য প্রতি কিলোমিটারে আধ পয়সা নামমাত্র বৃদ্ধি চালু করা যেতে পারে।



নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি পেতে পারে।



অন্যদিকে এসি ক্লাসের টিকিট বুকিংকারীদের প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২ পয়সা দিতে হতে পারে।



রেলওয়ে শহরতলির রুট বা সিজন টিকিটধারীদের জন্য ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।



এই পদক্ষেপটি দৈনিক যাত্রী ও স্বল্প দূরত্বের ভ্রমণকারীদের অতিরিক্ত খরচ থেকে রক্ষা করার উদ্দেশ্যে করা হয়েছে।



সম্প্রতি রেলের পরিষেবা উন্নত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে ভারতীয় রেল।