নতুন আধার অ্যাপ আনল কেন্দ্র, কীভাবে ব্যবহার করবেন ?



গতকাল মঙ্গলবার একটি নতুন আধার অ্যাপ চালু করেছে কেন্দ্র।



এবার আর সঙ্গে করে আধার কার্ড নিয়ে ঘুরতে হবে না।



কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন আধার অ্যাপের মাধ্যমে ফেস আইডি যাচাই করা যাবে।



এই অ্যাপ আধার ব্যবহারকারীদের প্রয়োজনীয় ডেটা নিরাপদ রাখতে ও শেয়ার করার সুবিধা দেয়।



UPI পেমেন্টের মত এই অ্যাপে কিউআর কোড স্ক্যান করে ফেস আইডি যাচাই করা যাবে।



এবার থেকে হোটেলের রিসেপশনে, ঘুরতে গিয়ে আধার কার্ডের ফটোকপি দিতে হবে না।



এই নতুন অ্যাপে একটা কি প্রেস করেই প্রয়োজনীয় তথ্য শেয়ার করা যাবে।



ডিজিটাল সুবিধা ও গোপনীয়তায় জোর দিয়ে একটি বড় পদক্ষেপে নিয়েছে কেন্দ্রীয় সরকার।



এই অ্যাপ যদিও এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, ব্যবহারকারীদের ফিডব্যাকের উপর নির্ভর করে এই অ্যাপ পাকাপাকি আনা হবে।