ত্বকের পরিচর্যার ক্ষেত্রে গুরুত্বপূরর ভূমিকা রয়েছে ফেস টোনারের।

প্রতিদিনই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ফেস টোনার।

আপনার ত্বকের ধরন অনুসারে ফেস টোনার ব্যবহার করতে হবে। ত্বক অনুযায়ী বেছে নিতে হবে ফেস টোনার।

যাঁদের অয়েলি স্কিন অর্থাৎ ত্বকে তেলতেলে ভাব বেশি তাঁদের জন্য খুবই উপকারি স্কিন টোনার।

এবার জেনে নেওয়া যাক প্রতিদিন স্কিন টোনার ব্যবহার করলে আপনি কী কী উপকার পাবেন।

ত্বক পরিষ্কার রাখতে, ত্বকে জমে থাকা ময়লা এবং তেল দূর করতে কাজে লাগে ফেস টোনার।

আপনার ত্বকে রিফ্রেশ ভাব বজায় রাখতে ফেস টোনার কাজে লাগে। সারাদিন পরিশ্রমের পর টোনার দিয়ে ত্বক পরিষ্কার করলে ফ্রেশ লাগবে আপনার।

ত্বকের উজ্জ্বল এবং মোলায়েম ভাব বজায় রাখার জন্য প্রতিদিন ফেস টোনার দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

ত্বক হাইড্রেটেড রাখতে অর্থাৎ ত্বকে ময়শ্চারাইজড ভাব বজায় রাখার জন্য কাজে লাগে ফেস টোনার। আপনার ত্বককে রুক্ষ ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে।

গরমের দিনে ত্বক টোনার দিয়ে পরিষ্কার করলে একটা ঠান্ডাভাব বজায় থাকবে, আরাম পাবে। বিভিন্ন ধরনের র‍্যাশ, অস্বস্তি দূর করে ফেস টোনার।