অনেকসময় নেলপলিশগুলো নখ থেকে না তুললেই নয় ড্রয়ার খুলে দেখলেন, একি...রিমুভারও শেষ!

পুরো সাজটাই মাটি হয়ে যাওয়ার উপক্রম এক্ষেত্রে ঘরোয়া উপকরণ দিয়েই মুশকিল আসান হতে পারে

আমাদের সবার বাড়িতে রিমুভার না থাকলেও টুথপেস্ট কিন্তু থাকে, এর সঙ্গে বেকিং সোডা লাগিয়ে নখে দিন

তুলোতে ভালো করে স্যানিটাইজার ভিজিয়ে
নখের ওপর ঘষলে মুহূর্তেই নেলপলিশ উঠে আসবে


নেলপলিশ তুলতে কাজে আসে বডি স্প্রে তুলো দিয়ে ঘষলেই নেলপলিশ উঠে যাবে

পুরোনো নেলপশলিশ তুলতে নখের ওপর নতুন নেলপলিশের প্রলেপ লাগান, সহজেই উঠে যাবে

লেবুর রস আর ভিনিগার মিশিয়ে আঙুল ডুবিয়ে রেখে তুলো দিয়ে ঘষুন, পেয়ে যাবেন তৎক্ষণাৎ ফলাফল

এই ঘরোয়া উপাদানে নেলপলিশ তোলা যাবে সহজেই