ত্বকে উপর প্রয়োগ হোক বা রান্নায় ব্যবহার, অলিভ ওয়েলের গুণে নানা সমস্যার সমাধান সম্ভব



শুষ্কতা দূর করে সতেজ রাখতে পারে অলিভ ওয়েল



হৃদযন্ত্রের খেয়াল রাখে অলিভ ওয়েল



অলিভ ওয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃ্দ্ধি করে



প্রদাহ বিরোধী উপদান শীতকালে জয়েন্টের সমস্যা দূর করে



চুলের ক্ষেত্রে কন্ডিশনার হিসেবে কাজ করে অলিভ ওয়েল



শীতকালে অনেকেরই হজমের সমস্যা হয়, যা দূর করতে পারে অলিভ ওয়েল



অলিভ ওয়েলে উপস্থিত পুষ্টি উপাদান হাড় মজবুত করে



মুড লিফ্টিংয়ের কাজ করে অলিভ ওয়েল, দূর করে উইন্টার ব্লুজ়



শীতকালে নানা রকম খাবারে এই তেলের ব্যবহার স্বাদ পরিবর্তন করে