নিয়মিত কারিপাতা খেলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ হয় মর্নিং সিকনেস এবং সর্দির হাত থেকেও কারি পাতা বাঁচায় অনেকেই বলে থাকেন নিয়মিত কারিপাতা খেলে বুদ্ধি বৃদ্ধি পায়। কারিপাতা বা কারি পাতার রসে থাকা আয়রন, জিঙ্ক এবং কপার থাকায় তা ডায়বিটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কারিপাতা ওজন কমাতেও সাহায্য করে কারি পাতা সিদ্ধ জল চুলকানি, অল্প পোড়া, ইত্যাদি সারাতে কার্যকরী যে কোনও আঘাত বা জখম অনায়াসে নির্মূল করতে সাহায্য করে এটি কারিপাতায় আছে উপকারী অ্যালকালয়েড রোগ সংক্রমণ প্রতিরোধ করে কারি পাতা কারিপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কোষের নষ্ট হওয়া প্রতিরোধ করে।