শুধু খেতেই সুস্বাদু নয়, ড্রাগন ফ্রুটের গুণও অনেক বিশেষ করে ত্বকের জেল্লা বাড়াতে জুড়ি নেই এই ফলের ৮০ শতাংশই জল, ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ভিটামিন সি দাগ দূর করে, মসৃণ করে ত্বককে ব্রণর সমস্যা থাকলে দূর করে ড্রাগন ফ্রুট মেনুতে থাকলে বয়স ছাপ ফেলে না ত্বকে ভিটামিন বি ৩, সি নরম রাখে ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করে ত্বককে খেলেই ফল পাবেন এমন নয় ভরসা রাখতে হবে ড্রাগন ফ্রুটে