Image Source: Pexels, Pixabay

দীপাবলি থেকে কালীপুজো। আলোর উৎসবে মাতোয়ারা হয় দেশ। দেদার বাজি ফাটে। আমরা আনন্দ করি

Image Source: Pexels, Pixabay

কিন্তু এই সময়েই কষ্ট হয় আমাদের পোষ্যদের। বাড়িতে কুকুর-সদস্য থাকলে অতিরিক্ত বাজির আওয়াজে সমস্যায় পড়ে তারা

Image Source: Pexels, Pixabay

নিজেরা বাজি না ফাটালেও পড়শিরা তো ফাটাবেই। সেই কারণেই এই সময়টা পোষ্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Image Source: Pexels, Pixabay

অতিরিক্ত আওয়াজ, জোর শব্দে পোষ্যদের সমস্যা হয়। ওরা ভয় পায়, শরীরও খারাপ হতে পারে।

Image Source: Pexels, Pixabay

বাড়ির চারপেয়ে সদস্যদের মন খুশি রাখার চেষ্টা করা যায়। ট্রিট দেওয়া যেতে পারে।

Image Source: Pexels, Pixabay

সবসময় কাছে রাখা উচিত। কোলের কাছে রাখলে, ওদের গায়ে হাত দিয়ে জড়িয়ে রাখলে নিরাপদ অনুভব করে

Image Source: Pexels, Pixabay

বাড়ির সব দরজা-জানলা বন্ধ করে রাখা প্রয়োজন। যাতে যতটা সম্ভব কম আওয়াজ ঘরে আসে।

Image Source: Pexels, Pixabay

অনেক সময় খাটের তলায়, সোফার নীচে বা কোনও কোণায় ঢুকে থাকে ওরা। জোর করে টেনে বের না করাই ভাল।

Image Source: Pexels, Pixabay

ওদের সঙ্গে ওদের পছন্দমতো কাজ করুন। পছন্দের খেলায় ওদের ব্যস্ত রাখা যায়।

Image Source: Pexels, Pixabay

যথেষ্ট পরিমাণ পানীয় দিতে হবে ওদের, যেন হাইড্রেটেড থাকে সবসময়। কাছাকাছি জলের পাত্র রাখুন।