রান্নার পাশাপাশি রূপচর্চায় সমান কার্যকর আলু

আমাদের ত্বক ও চুলের যত্নেও আলু উপকারী

রূপচর্চায় আলুর রসের ব্যবহার এখন উল্লেখযোগ্য অংশ

লেবু রস ও আলু ছেঁচে তার রস মিশিয়ে মুখের লাগালে কালো দাগ দূর হয়ে যাবে।

আলুর রস ব্রন নিরাময়ে ভাল কাজ করে।

একটি আলু ছেঁচে তাতে এক টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান এটি ত্বকের বলিরেখা দূর করবে।

চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন।

ত্বকের প্রদাহজনিত সমস্যায় আলু কেটে লাগিয়ে রাখলে সেই সমস্যা কমে

একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ জল মিশিয়ে ব্যবহার করুন

এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে।