শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় নুন সাহায্য করে

উষ্ণ নুন জলের গার্গল গলা ব্যথা কমানোর প্রাথমিক চিকিৎসা

অতিরিক্ত ঘামের কারণে শরীরে নুন কমে যায়, প্রাকৃতিক উৎসযুক্ত নুনের খাবারগুলি খিচুনির তীব্রতা হ্রাস করে

খাবার হজম করতে সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। যা নুনে বর্তমান

লবণে রয়েছে সোডিয়াম যা মস্তিষ্ক সক্রিয় রাখতে সাহায্য করে

নিয়মিত লবণ জলের গার্গল করলে অনেক সমস্যার সমাধান হয়।

মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করতে এবং মাড়ির ব্যথা উপশমে নুন সহায়ক

ত্বকের মরা কোষ দূর করে ত্বককে কোমল ও মসৃণ করে তুলতে নুন কার্যকরী

ব্লাড প্রেসার হাই করতে নুন উপকারী

অতিরিক্ত ওজন কমিয়ে দিতে নুনের ভূমিকা রয়েছে।