দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী



আজ বাড়িতেই আয়োজন হয়েছিল শুভশ্রীর সাধের অনুষ্ঠানের, উপস্থিত ছিলেন পরিবারের সবাই



ইউভান জন্মানোর আগে শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় হামেশাই অনেক ছবি শেয়ার করে নিতেন।



তবে এবার নিজেদের জীবন ব্যক্তিগতই রাখতে চাইছেন পরিচালক ও নায়িকার এই জুটি।



সবুজ ফ্লোরাল প্রিন্টের পোশাকে ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী।



সদ্যই ছেলে ইউভানের জন্মদিন মহাসমারোহে পালন করেছেন রাজ-শুভশ্রী।



ব্যাটম্যান থিম পার্টির সেই ছবি তাঁরা শেয়ারও করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়



আপাতত তিন থেকে চার হওয়ার অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই প্রথম সারির জুটি।



হালকা গয়নায় শুভশ্রীর চোখে-মুখে মাতৃত্বের আভাস। অন্যদিকে রাজ একটি বেগুনি পাঞ্জাবি পরেছিলেন।