সাত পাকে বাঁধা পড়লেন রাঘব - পরিণতি। আর সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আবেগময় বার্তা লিখে শেয়ার করলেন পরিণীতি। পোশাক ডিজাইনার মণীশ মলহোত্রর পোশাকে সেজেছিলেন নায়িকা। রাঘবের (Raghav Chadda ) পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। অপূর্ব সজ্জায় চারহাত এক হয় দুজনের। পরিণীতি লিখেছেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম দেখা থেকেই মন জানত। ' 'এই দিনটার জন্যই তো কতদিনের অপেক্ষা। মিস্টার ও মিসেস হতে পেরে সত্যি ধন্য।' 'একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের চিরন্তন পথ চলার শুরু…' এই পোস্টের কমেন্ট বক্স ভেসেছে শুভেচ্ছার বন্যায় । শুভেচ্ছা জানিয়েছেন দিদি প্রিয়ঙ্কা চোপড়া। যাতে বিয়ের কোনও ছবি প্রকাশ্যে না আসে সেই জন্য উদয়পুরের হোটেলে ছিল কড়া নিরাপত্তা। অবশেষে ছবি দিলেন পরিণীতি নিজেই। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হল হু হু করে। বিয়ের রাতে আতিথেয়তায় যুগলে। সব ছবির সৌজন্য ইনস্টাগ্রাম।