রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে চাইলেও রক্ত দিতে পারবেন না অনেকেই দাতার কোনো রক্ত দ্বারা বাহিত অসুখ থাকলে তিনি রক্তদান করতে পারবেন না যাদের অ্যানিমিয়া রয়েছে, রক্ত দেওয়ায় নিষেধ রয়েছে তাদেরও হাঁপানি, টিবি বা কোনো ধরনের অ্যালার্জির সমস্যা থাকলেও রক্তদানে নিষেধ ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হলে তবে তিনি রক্ত দিতে পারবেন এমনকী, জ্বর থাকলেও রক্ত দেওয়া যাবে না রক্তদান করার আগের ২৪ ঘণ্টায় মদ্যপান করা চলবে না কমপক্ষে ৪৫ কেজি ওজন না হলে রক্ত দেওয়াও কিন্তু বারণ রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি ১২.৫-এর নীচে হয়, তা হলে রক্ত দেওয়া যাবে না অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন এমন কোনো নারী রক্তদান করতে পারেন না