বাজার বিশেষজ্ঞরা বলছিলেন, ১৯,৯০০-র গণ্ডি ছাড়িয়ে যাবে নিফটি। ট্রেডিং চার্ট দেখে তেমনই মন্তব্য করছিলেন অ্যানালিস্টরা।
বিশেষজ্ঞদের সেই কথায় ভরসাও করছিল বাজার। তাই মার্কিন বাজারে হতাশাজনক পরিস্থিতি হওয়া সত্ত্বেও ১৮,০০০ পয়েন্ট থেকে নামছিল না নিফটি।
সেই কারণে বড় পতন ধরা পড়ে দুই সূচকে। এদিন সেনসেক্স 59000 এর নিচে নেমে গেছে।
আজ ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 1093 পয়েন্ট কমে 58,840-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 345 পয়েন্ট কমে 17,530 পয়েন্টে বন্ধ হয়েছে।
শুক্রবারের ট্রেডিং সেশনে ব্যাপক বেচাকেনার কারণে বাজারে সব খাতের শেয়ার লালে বন্ধ হয়ে যায়।
ব্যাঙ্ক নিফটি 1.05 শতাংশ, নিফটি অটো 2.71 শতাংশ, নিফটি আইটি 3.71 শতাংশ, নিফটি এফএমসিজি 1.93 শতাংশ কমে বন্ধ হয়েছে।
আল্ট্রাটেক সিমেন্ট 4.51 শতাংশ, টেক মাহিন্দ্রা 4.45 শতাংশ, ইনফোসিস 3.69 শতাংশ, মহিন্দ্রা 3.52 শতাংশ, উইপ্রো 3.19 শতাংশ, টিসিএস 3.08 শতাংশ, রিলায়েন্স 2.44 শতাংশ পড়েছে