বেয়ারসদের চাপে রেখে সপ্তাহের প্রথম দিনেই ছুট লাগাল বুলসরা। ১৮,০০০ -এর দিকে চলে এল নিফটি।

বাজারে বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে সেনসেক্স আবার 60,000 পয়েন্ট অতিক্রম করেছে। এখন নিফটিও 18 হাজার অতিক্রম করতে প্রস্তুত।

আজ ট্রেডিং শেষে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 322 পয়েন্ট বেড়ে 60,115-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 103 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,936 পয়েন্টে বন্ধ হয়েছে।

আজ বিএসইতে মোট 3,759টি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে 2197টি শেয়ার বেড়েছে। পাশাপাশি 1387টি শেয়ার লালে বন্ধ হয়েছে।

সোমবারের ট্রেডিং সেশনে সব খাতের শেয়ারের দর বেড়েছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস সবুজে দৌড় থামিয়েছে।

রিয়েল এস্টেট, জ্বালানি, টেকসই দ্রব্যের মতো খাতেও দারুণ বৃদ্ধি হয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ সূচকগুলিও সবুজে বন্ধ হয়েছে।

আজ বেড়েছে

আদানি পোর্টস 3.49 শতাংশ, টাইটান কোম্পানি 2.22 শতাংশ, ডিভি'স ল্যাব 2.08 শতাংশ, টেক মাহিন্দ্রা 2.08 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 2.06 শতাংশ, টাটা স্টিল 1.94 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।

আজ কমেছে

কোল ইন্ডিয়া 2.57 শতাংশ, শ্রী সিমেন্ট 1.51 শতাংশ, এইচডিএফসি 0.51 শতাংশ, নেসলে 0.44 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 0.39 শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক 0.34 শতাংশ কমেছে।

বাজার বিশেষজ্ঞদের ধারণা, এবার ২০ হাজারের দিকে ছুট দিচ্ছে নিফটি। অন্তত নিফটির চার্ট সেই কথাই বলছে।

অনেকরই ধারণা, দীপাবলির মধ্যে আবারও সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলবে নিফটি। তবে টানা না উঠে কিছু জায়গায় কারেকশন হবে মার্কেটে।