বুধবার চরম অস্থিরতার সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। সকালে প্রি ওপেনিংয়ে ১.৬৫ শতাংশ পড়ার পরও ঘুরে দাঁড়াল নিফটি, সেনসেক্স।
সকালের নিচের স্তর খেকে এদিন সেনসেক্স ফের 60,000 এর উপরে বন্ধ হয়েছে। একই সময়ে, নিফটিও 18,000-এর স্তর অতিক্রম করে আজকের ক্লোজিং দেখিয়েছে।
আজকের ট্রেডিং ডে-তে BSE সেনসেক্স 224.11 পয়েন্ট বা 0.37 শতাংশ নিচে যাওয়ার পরে 60,346 এ বন্ধ হয়েছে।
অন্যদিকে, NSE-এর নিফটি 66.30 পয়েন্ট বা 0.37 শতাংশ কমে 18,003-তে দৌড় থামিয়েছে।
নিফটিতে ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা , এইচসিএল টেকের সঙ্গে এইচডিএফসি লাইফ, এলঅ্যান্ডটি সবচেয়ে বড় পতনের সঙ্গে ব্যবসা বন্ধ করেছে।