ভারতের বাজারে বহু বিমা কোম্পানি এলেও এখনও দেশবাসী আস্থা রাখে এই সংস্থায়। বেসরকারি বিমা কোম্পানির ভিড়ে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের ওপর ভরসা করেন বহু বিনিয়োগকারী।

বহু বছর ধরেই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক পলিসি এনে চলেছে LIC। এবার সেই তালিকায় নতুন সংযোজন টেক LIC-র টার্ম প্ল্যান।

এখন টার্ম প্ল্যানের নাম শুনলেই প্রথম প্রশ্নটা মাথায় আসে যে টার্ম প্ল্যান ও সাধারণ জীবন বিমা পলিসির মধ্যে পার্থক্য কী?

সাধারণ পলিসিতে আপনি প্রিমিয়াম জমা করে মেয়াদপূর্তিতে একসঙ্গে টাকা পান। অন্যদিকে, টার্ম প্ল্যানে আপনি মেয়াদপূর্তিতে কোনও ধরনের অর্থ পাবেন না।

এতে, আপনার পলিসির মেয়াদ একটি নির্দিষ্ট সময়ের পরে শেষ হয়ে যায়। পলিসি গ্রহণের সময়কালে যদি কোনও পলিসিহোল্ডারের মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার আর্থিক নিরাপত্তা পায়।

এলআইসি তার বিনিয়োগকারীদের চাহিদার কথা মাথায় রেখে নতুন টার্ম প্ল্যান চালু করেছে। এই পলিসির নাম হল LIC টার্ম পলিসি নং 854 (LIC র টেক টার্ম প্ল্যান)।

এই পলিসির মাধ্যমে আপনি জরুরি পরিস্থিতিতে আপনার পরিবারকে রক্ষা করতে পারেন। এই পলিসির মাধ্যমে, আপনি ন্যূনতম 50 লক্ষ টাকার ন্যূনতম বিমার সুবিধা পাবেন।

এই পলিসি একটি টার্ম প্ল্যান স্কিম, যার মাধ্যমে আপনি জরুরি পরিস্থিতিতে আপনার পরিবারকে রক্ষা করতে পারেন।

এতে বিনিয়োগ করার জন্য আপনার বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। যদি মহিলারা এই পলিসি কেনেন, তাহলে তারা একটি বিশেষ ছাড় পাবেন।