বিনিয়োগকারীদের আস্থা ফিরছে ভারতীয় বাজারে।ফের চাঙ্গা হচ্ছে শেয়ার মার্কেট। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনেও দারুণ গতিতে বন্ধ হয়েছে নিফটি, সেনসেক্স।
বুলসরা বিনিয়োগ করায় নিফটি আবার ১৮,০০০-এর সূচক অতিক্রম করেছে।আজ ট্রেডিং ডে-র শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৪৫১ পয়েন্ট বেড়ে ৬০,৫৬৬ পয়েন্টে পৌঁছেছে।
যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৩০ পয়েন্ট বেড়ে ১৮,০৭০ পয়েন্টে বন্ধ হয়েছে। ২০২২ সালের এপ্রিলের পর এই প্রথম নিফটি ১৮,০০০-এর উপরে বন্ধ হয়েছে।
সবথেকে বড় বিষয়, এদিন বাজাজ ফিনসার্ভ স্প্লিট হওয়ার পর ৬শতাংশ বেড়েছে। এক সময় বিএসই-তে ১৮২১-এ চলে এসেছিল এই স্টক।
শ্রী সিমেন্ট 0.64 শতাংশ, সিপলা 0.55 শতাংশ, আইশার মোটরস 0.48 শতাংশ, বিপিসিএল 0.45 শতাংশ, টিসিএস 0.42 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
এদিন কারেন্সি বাজারে রুপি শক্তি দেখিয়েছে। ডলারের তুলনায় রুপি ৪০ পয়সা বেড়ে ৭৯.১৪ টাকায় বন্ধ হয়েছে। ডলারের তুলনায় ৫ মাসের মধ্যে যা সর্বোচ্চ বৃদ্ধি।
এই গতি বজায় থাকলে আগামী দিনে ১৯,৯০০ নিফটি ছাড়িয়ে যাবে বলে অনুমান করছেন বাজার বিশেষজ্ঞরা