ভারতের বাজারে আরও একটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে এল BMW।

এবার কোম্পানি নিয়ে এসেছে BMW i4 ইলেকট্রিক সেডান।

590km রেঞ্জ দেয় i4। বিশাল 83.9 kWh ব্যাটারি প্যাকের কারণেই এই রেঞ্জ দেওয়ার ক্ষমতা ধরে এই ইলেকট্রিক সেডান।

BMW I4 3 সিরিজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সর্বাধুনিক আইড্রাইভ ইনফোটেইনমেন্ট সিস্টেম ও নতুন 12.3 ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও এতে পাবেন 14.9 ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট।

আই 4 এর দাম 69.90 লক্ষ টাকা রাখা হয়েছে। এই দামের ফলে প্রতিযোগী কোম্পানিগুলির তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে এই সেডান।

ভিতরে কেবিনে দেওয়া হয়েছে সফট প্যাডিং। এক কথায় সাউন্ড প্রুফ কেবিন হতে পারে এই গাড়ি।

I4 এর পিছন এক্সেল মোটর রয়েছে যা 340hp ও 430Nm টর্ক তৈরি করে। যার টপ স্পিড 190km/h এর মধ্যে সীমাবদ্ধ।

একটি দ্রুত ডিসি চার্জার মাত্র 31 মিনিটের মধ্যে সেডানের 10-80 শতাংশ চার্জ করতে পারে।

গাড়িটি স্ট্যান্ডার্ড মডেলেই 11kW চার্জার সহ বাজারে আসবে।