কোভিড উপসর্গ দেখা দিলে সবার আগে কোভিড টেস্ট করানো উচিত। আরটি-পিসিআর সেক্ষেত্রে উপযুক্ত কোভিড টেস্টের পরীক্ষা। সব কটি ক্ষেত্রেই কোভিডভাইরাসের রেটটা জানা খুব জরুরী। পজিটিভ রিপোর্ট আসে, সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন। ডায়াবেটিক হলে, কোভিড পজিটিভদের বার্তি সতর্কতা মেনে চলতে হয়। যদি ডায়াবেটিস থাকে, তাহলে ক্যাটালিস্টের কাজ করে। প্রথম ৭ দিন চিকিৎসকরা কোভিড পজিটিভদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথমত আপনি কোভিড পজিটিভ হলে, আইসোলেশনে থাকতে হবে। আপনার সংস্পর্শে আসা সকলকেই আইসোলেশনে থাকতে বলুন। কোভিড হলে, অযথা টেনশন করবেন না, গুজব ছড়াতে দেবেন না।