নখ একটু বাড়লেই ভেঙে যায় ? ছোট্ট কিছু অভ্যেস সমস্যা নিয়ন্ত্রণে আনবে।



নখের আর্দ্রতা বজায় রাখতে বেবি অয়েল লাগান নিয়মিত। নখের জৌলুসও ফিরবে, পোক্তও হবে।



লেবুর রস নখের জৌলুস ধরে রাখার উপযোগী। নখ ভাঙেও না।



টুথপেস্ট নখে লাগিয়ে ঘষে নিন। নখ পোক্তও হবে।



মাখন নখের জন্য উপকারী। ১০ মিনিট নখে মাখন লাগিয়ে গরম জলে ধুয়ে ফেলুন।



বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আয়রনের ঘাটতি দেখা দিলে নখ ভেঙে যেতে পারে।



একজিমা কিংবা সোরিয়াসিস অসুখের কারণে ভঙ্গুর নখের সমস্যা দেখা দেয়।



নখ দাঁত দিয়ে চিবানোর কারণে ভেঙে যাওয়ার সমস্যা দেখা দেয়।



নখ নিয়ে সমস্যা যদি বারবার হয়, তাহলে ডাক্তার দেখিয়ে নিন।



সাবান লেগে নখ ভঙ্গুর হয়ে যায়। কাচার সময় গ্লাভস ব্যবহার করুন।