বর্ষায় জল দূষিত হয়ে ওঠায় জলবাহিত রোগ ও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে

বর্ষায় এমনই কয়েকটি জলবাহিত রোগের দিকে খেয়াল রাখা উচিত

এই তালিকায় প্রথমেই রয়েছে কলেরা

খাবার ও জলের দূষণে এই রোগ হয়। ভাইব্রিও কলেরা ব্যাক্টেরিয়ায় খাবার ও জল দূষিত হতে পারে

লেপ্টোসাইরোসিসে আক্রান্ত হতে পারেন

লেপ্টোস্পাইরা ব্যাক্টেরিয়ায় দূষিত জল ও মাটির সংস্পর্শে এলে এই রোগে আক্রান্ত হতে পারেন

টাইফয়েডে শিকার হওয়ার সম্ভাবনাও থাকে

স্যালমোনেল্লা ব্যাক্টেরিয়ায় দূষিত খাবার ও জল থেকে টাইফয়েড হতে পারে

স্যালমোনেল্লা ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হওয়া ঠেকাতে রাস্তার খাবার এড়ান এবং ব্যক্তিগত হাইজিন বজায় রাখুন

এছাড়া দূষিত খাবার ও জলের মাধ্য়মে লিভারের সংক্রমণ হেপাটাইটিস-এ-তে সংক্রমিত হতে পারেন