প্রতারকরা আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেমে (AEPS) শ্যেন দৃষ্টি রাখছে। আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !



যেখানে ব্য়াঙ্কের পরিষেবা নেই সেখানে এই ধরনের সার্ভিস পাওয়া যায়। এটি একটি মাইক্রো ব্যাঙ্কিং সিস্টেম।



এখানে আধার কার্ড দেখিয়ে আঙুলের ছাপ দিয়ে আপনি টাকা তুলতে পারবেন। এই টাকা তোলার জন্য নির্দিষ্ট এজেন্ট থাকে।



টাকা তোলার সময় এই ভুলগুলি করলে প্রতারণার ভয় থাকে। একবার কারও হাতে আপনার কার্ড দেওয়ার আগে তার বিষয়ে পুরো জেনে নিন।



এই ধরনের এজেন্সি দেওয়ার আগে তাদের নির্দিষ্ট আইডি দেওয়া হয় সেই আইডি দেখতে চান।



একবার এখানে আঙুলের ছাপ দেওয়ার আগে দেখুন মেশিনে কোনও পেপার বা ট্রান্সপারেন্ট ফিল্ম রয়েছে কিনা।



যেখানে আপনার আঙুলের ছাপের রেকর্ড থাকতে পারে। সেই ক্ষেত্রে খারচুপির বিষয়ে অভিযোগ করুন।



এই ধরনের যেকোনও লেনদেনের পর ট্রানজাকশন স্লিপ অবশ্য়ই নেবেন। তা সে আপনার লেনদেন সফল হোক বা না না হোক তার স্লিপ নিন।



কোনও কারণে টাকা তুলতে ব্যর্থ হলেও তার ফেলড স্লিপ চান দোকানির কাছে। এরপরে কোনও প্রতারকদের থেকে SMS পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন।



মনে রাখবেন, আধার কার্ড এখন কেবল আপনার পরিচয়পত্র নয়। সব সরকারি সুবিধার চাবকাঠি।