মাসে কত টাকা উপার্জন বাবা রামদেবের ?

Published by: ABP Ananda
Image Source: PTI

বেশ কয়েক মাস ধরে চর্চায় বাবা রামদেব।

Image Source: PTI

বিজ্ঞাপনে ক্ষমা চাওয়ার পরে সুপ্রিম কোর্টে ছাড় পান তিনি।

Image Source: PTI

যোগ শিখিয়ে, প্রতিষ্ঠান থেকে, ব্যবসা থেকে কত আয় করেন রামদেব ?

Image Source: PTI

একটা সময় বাবা রামদেব হরিদ্বারে ঘরে ঘরে ওষুধ বিক্রি করতেন।

Image Source: PTI

সংবাদসূত্র অনুসারে, তাঁর মোট সম্পত্তির মূল্য ১৬০০ কোটি টাকা।

Image Source: PTI

সংবাদসূত্র অনুসারে, তাঁর এক মাসের উপার্জন প্রায় ৬০ লক্ষ টাকা।

Image Source: PTI

তাঁর কাছে বহু বিলাসবহুল গাড়ি রয়েছে যার দাম কোটির ঘরে।

Image Source: PTI

একটি প্রতিবেদনে জানিয়েছে তাঁর কাছে মুম্বইয়ে ৪ কোটির একটি বাংলো আছে।

Image Source: PTI

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তাঁর সম্পত্তির পুরোটাই যায় জনহিতকর কাজে।

Image Source: PTI