আপনিও যদি ৬ মাস আগে এই স্টকে ৩৫ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে ৬ মাসে তা ৩,৩০০ কোটি হয়ে যেত। ২০২৪ সালে ভারতের শেয়ার বাজারও অনেক ওঠানামা দেখেছে। তারপরও কিছু স্টক দিয়েছে ব্যতিক্রমী রিটার্ন। এই স্টক হাজার গুণ রিটার্ন দিয়েছে মাত্র কিছু মাসে। জানেন এই স্টকের নাম। ভারতের শেয়ার বাজারের ব্যতিক্রমী রিটার্নের তালিকায় এক নম্বরে রয়েছে এলসিড ইনভেস্টমেন্টের শেয়ার। এই শেয়ারটি এক বছরে বিনিয়োগকারীদের ৫,৪৭০,১৫৪.৯৬ গুণ রিটার্ন দিয়েছে। ২১ জুন এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল ৩.৫৩ টাকা, যা ৮ নভেম্বর ২০২৪-এ বেড়ে ৩,৩০,৪৭৩.৩৫ টাকা হয়েছে। শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিসন নেটওয়ার্ক লিমিটেডের একটি শেয়ারের দাম ৪ ডিসেম্বর ২০২৩ সালে ছিল ১ টাকা ৬০ পয়সা। ২৫ ডিসেম্বর ২০২৪-এ এই শেয়ারের দাম ১,৮১৪.০০ টাকা হয়েছে। ৪ ডিসেম্বর ২০২৩ এ ১০ হাজার বিনিয়োগ করলে ২,৮৯৬,০০০ টাকা পেতেন অর্থাৎ এই স্টক এক বছরে দিয়েছে ৭২,৪৬০.০০ শতাংশ রিটার্ন। মনে রাখবেন, এবিপি লাইভ কখনোই কোনও স্টক কিনতে পরামর্শ দেয় না। এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।