১ জানুয়ারি থেকেই বদলে যাবে অনেক নিয়ম। যার সরাসরি প্রভাব পড়বে আমার-আপনার জীবনে।



গ্যাস সিলিন্ডার, গাড়ির দাম বৃদ্ধি , পেনশন রুলস ছাড়াও আরও অনেক কিছু নিয়ম বদলে যাবে নতুন বছরে।


UPI Pay
১ জানুয়ারি থেকে ইন্টারনেট ছাড়া UPI পেj সীমা বৃদ্ধি করতে পারবেন। মানে এবার থেকে আপনি ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন



প্রতি মাসের প্রথম দিন গ্যাসের দাম নির্ধারণ করে তেল ও গ্যাস কোম্পানিগুলি। বিগত কয়েক মাস ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়েনি।



বর্তমানে ৮০৩ টাকা যাচ্ছে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম (দিল্লিতে)। যদিও ক্রমাগত বেড়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য।



ভারতের বাজারে গাড়ির দাম বৃদ্ধি করছে মারুতি, হুন্ডাই, মহিন্দ্রা, টাটা ছাড়াও মার্সিডিজের মতো কোম্পানিগুলি।



সেই অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩-৪ শতাংশ গাড়ির দাম বৃদ্ধি করবে এই কোম্পানিগুলি।



১ জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ, দেশের যেকানও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন



তাদের কোনও ব্য়াঙ্কে আলাদা করে ভেরিফিকেশন করা হবে না। যা অনেকটাই পেনশন হোল্ডারদের স্বস্তি দেবে।


Amazon Prime membership
জানুয়ারি থেকে একটি অ্যাকাউন্টে দুটি টিভিতে স্ট্রিং চালানো যাবে। তৃতীয় স্ট্রিম চালাতে আলাদাভাবে সদস্য হতে হবে।