বিপুল সংখ্যক গ্রহের সবগুলোই গোলাকার

বিপুল সংখ্যক গ্রহের সবগুলোই গোলাকার কিন্তু কেন? কেন গোলাকারই হয় গ্রহ?

ABP Ananda
গ্রহের জন্ম হয় মূলত নক্ষত্রের চারপাশে

গ্রহের জন্ম হয় মূলত নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা ধুলিকণা এবং গ্যাসের মিশ্রণে

ABP Ananda
স্তুপের আকার যতো বড় হয়, মহাকর্ষ বলও তত বাড়ে

স্তুপের আকার যতো বড় হয়, মহাকর্ষ বলও তত বাড়ে স্তুপের সবদিকের মহাকর্ষ বল সমান হওয়ায়

ABP Ananda
গ্রহ গোলাকার হওয়ার অর্থ কিন্তু নিখুঁত গোলক হওয়া নয়

গ্রহ গোলাকার হওয়ার অর্থ কিন্তু নিখুঁত গোলক হওয়া নয় এমনকী পৃথিবী নিখুঁত গোলক নয়

ABP Ananda

এই ব্যাপারটি সব গ্রহের বেলাতেই ঘটে ঘূর্ণন এবং মহাকর্ষ বল এ জন্য দায়ী

ABP Ananda

গ্যাসীয় গ্রহের বেলায় এই স্ফীতির পরিমাণ অনেক বেশি হয় শুধু গ্রহই নয়, নক্ষত্র বা বড় কোনো উপগ্রহের আকারও গোলাকার হয়

ABP Ananda

মৌল উপদানগুলোর ওপর নির্ভর করে বিদ্যুৎচুম্বকীয় এবং নিউক্লিয়ার বলের তারমতম্য তৈরি হয়

ABP Ananda