আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকতে দেয়নি আমেরিকা NASA-র সঙ্গে কাজের সুযোগ মেলেনি মার্কিন নিষেধাজ্ঞায় একার চেষ্টাতেই এবার অসাধ্য সাধন করল চিন তিয়াংগং স্পেস স্টেশনে ফসল ফলিয়ে নজির গড়ল পৃথিবীর বাইরে স্পেস স্টেশনে চিন পেঁয়াজ, টমেটো, লেটুস ফলিয়েছে জুন মাসে লেটুসের বীজ বোনা হয়েছিল অগাস্চট মাসে বোনা হয় পেঁয়াজ ও টমেটোর বীজ সেই বীজ থেকে চারা গজিয়ে, এখন তাতে ফসল ফলছে এতে আগামী দিনে খাদ্যের অভাব হবে না মহাকাশচারীদের আবার মহাকাশে অক্সিজেনের জোগানও মিলবে বলে আশা